লালমোহন ( ভোলা) প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলায় মালবাহী ট্রলিচাপায় মনছুরা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন জাফর নামে আরেক বৃদ্ধ।
বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারী) সকালে লালমোহন উপজেলা সড়কের লঞ্চঘাট রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত মনছুরা উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আসুলি গ্রামের আঃ রশীদের স্ত্রী। এছাড়া আহত জাফর লালমোহন পৌরসভা ৭ নং ওয়ার্ডের আব্দুল হালিমের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, সকালে লঞ্চঘাট সড়ক থেকে একটি ট্রলি লালমোহন বাজারে আসছিল। এ সময় মনছুরা ও জাফর সড়ক পার হতে গেলে ট্রলিচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রলিচাপা পড়ে মনছুরা ও জাফর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বৃদ্ধা মনছুরাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, ঐ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া ট্রলিসহ চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ৫:২৮:০৭ ৮৪ বার পঠিত