কিডনিতে কোনো সমস্যা হলে সেই অসুখ ধরা পড়ে অনেকটা দেরিতে। প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর কিডনির অসুখ জানান দেয় শরীরে। অনেক ক্ষেত্রে একটি কিডনি বিকল হলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে, ফলে চট করে ধরা পড়ে না অসুখ।
কিডনিতে ক্যান্সার হলেও ধরা পড়তে অনেকটা সময় লেগে যায়। শরীরে কিছু উপসর্গ দেখলেই তাই আগেভাগে সতর্ক হোন। জেনে নিন কোন কোন উপসর্গ অবহেলা করলে বিপদ ঘটতে পারে।
# প্রস্রাবের সঙ্গে রক্তপাত হলে সতর্ক হোন। প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোনো, ব্যথা হওয়া কিডনিতে ক্যান্সার হওয়ার লক্ষণ হতে পারে। চিকিৎসকেরা এই অসুখকে হেমাচুরিয়াও বলে থাকেন। এই রোগে আক্রান্ত হলে কারও এই উপসর্গগুলোর পাশাপাশি জ্বর আসে, কারও আবার বেশি ঘাম হয়।
# পিঠের নিচের দিকে তীব্র যন্ত্রণা হলে কিংবা কোমরের কাছে কোনো শক্ত দলা দেখলে সতর্ক হোন।
# কোনো কারণ ছাড়াই খাওয়ার ইচ্ছা একেবারে চলে যাওয়া, খাবার দেখলেই বমি বমি ভাবও কিডনির ক্যান্স্যারের লক্ষণ হতে পারে।
# ডায়েট কিংবা কোনো রকম শরীরচর্চা ছাড়াই অস্বাভাবিক ভাবে ওজন কমে যেতে পারে।
# অল্পতে ক্লান্ত হয়ে পড়াও কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়া পায়ের পাতা হঠাৎ ফুলতে শুরু করলে, মুখ-চোখ বিবর্ণ হতে শুরু করলেও আগেভাগেই সতর্ক হোন।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:১৮ ২০৪ বার পঠিত