মোহাম্মদ নাসিরউদ্দিন তিজো, বান্দরবান প্রতিনিধি ঃ
আজ ০৮ ফেব্রুয়ারী রোজ— বৃহস্পতিবার বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা জজ কোর্ট প্রাঙ্গনস্থ আইনজীবী ভবনে স্বত্বস্ফুর্তভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে মোট ১০৬ জন ভোটারের মধ্যে ৯৬ জন আইনজীবী ভোটে অংশগ্রহণ করেন। এতে ৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ আবুল কালাম এবং ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাসিংথুয়াই মার্মা। তাছাড়া ৫৮ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোহাম্মদ আলমগীর চৌধুরী, ৫১ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক(লামা) পদে নির্বাচিত হন মোঃ মামুন মিয়া, ৫১ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে নিবার্চিত হন জয়নাল আবেদীন ভূইঁয়া, ৫৩ ভোট পেয়ে আইটি সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ মুজাহিদুল ইসলাম, ৫৭ ভোট পেয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন জিয়াউল হক।
বিনা প্রতিদন্দ্বিতায় নিবার্চিত হন সহ—সভাপতি মোঃ ইকবাল করিম, পাঠাগার সম্পাদক বিমল তঞ্চগ্যা, ও নিবার্হী সদস্য মুহাং শাহনেওয়াজ চৌধুরী, শাকিল মাহমুদ খান সবুজ ও জান্নাতুল ফেরদৌস।
নির্বাচনের মূখ্য নির্বাচন কর্মকতার্ হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট স্বপন কুমার চৌধুরী, নিবার্চন কর্মকর্তা—০১ হিসাবে দায়িত্ব পালান করেন এডভোকেট মোহাম্মদ শাহাজান ও নিবার্চন কর্মকতার্—০২ হিসাবে দায়িত্ব পালন করেন এডভোকেট আবুহেনা মোস্তফা কামাল। তাঁরা নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২২:০৬:২৫ ২০৭ বার পঠিত