সাবেক কাউন্সিলর বাচ্চুর বিরুদ্ধে ধর্ষণ মামলা চলতে বাধা নেই

প্রথম পাতা » শিরোনাম » সাবেক কাউন্সিলর বাচ্চুর বিরুদ্ধে ধর্ষণ মামলা চলতে বাধা নেই
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



---

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বাসেত খান বাচ্চুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা স্থগিতের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ তার বিরুদ্ধে ধর্ষণ মামলা চলতে বাধা নেই।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ মামলা স্থগিতাদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন।

এই মামলায় আসামির পক্ষে ছিলেন আইনজীবী মো. ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রাফেল।

মামলার বিবরণে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বাসেত খান বাচ্চু ২০১৬ সালের ৬ ডিসেম্বর রাত ৮টায় ভুক্তভোগীকে সালিশের জন্য তার অফিসে ডেকে পাঠান। ভিকটিম নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে যায় এবং তারপর ভিকটিমকে কাউন্সিলর আব্দুল বাসেত খান বাচ্চু তার দক্ষিণ-পশ্চিম কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষার পরে, ডাক্তার জোরপূর্বক যৌন মিলনের আলামত খুঁজে পান। এ ঘটনায় মুগদা থানায় ওই বছরের ৮ ডিসেম্বর ধর্ষণ মামলা করেন ভিকটিম।

মামলাটি পুলিশ তদন্ত করে এবং তদন্তকালে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ পুলিশের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে আসামি আবদুল বাসেত খান বাচ্চুর শুক্রাণুর উপস্থিতি পাওয়া যায়। তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবেদনকারীর বিরুদ্ধে নারী-ও-শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় চার্জশিট দাখিল করে। মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ চলমান ছিল।

২০১৯ সালে আসামি আব্দুল বাসেত খান বাচ্চুর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন পাশাপাশি রুল জারি করেন।

গত ১৮ জানুয়ারি বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ আসামির আপিল আবেদনটি নিষ্পত্তি করে রায় দেন। পাশাপাশি ধর্ষণ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ বাতিল করেন।

হাইকোর্ট রায়ে বলেন, আমরা স্ব স্ব পক্ষের জন্য আইনজীবীকে শুনেছি। রেকর্ডে থাকা অন্যান্য উপকরণ এটি প্রকাশ করে যে ঘটনার পর ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা করার পরে, ডাক্তার জোরপূর্বক ধর্ষণের ইতিবাচক লক্ষণ খুঁজে পান এবং বাংলাদেশ পুলিশের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির তৈরি ডিএনএ পরীক্ষার রিপোর্টে শুক্রাণুর উপস্থিতি পাওয়া যায় অভিযুক্ত-আপিলকারীর। রিপোর্টের আলোকে পুলিশ অভিযুক্ত-আবেদনকারীর বিরুদ্ধে নারী-ও-শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় চার্জশিট দাখিল করে। আমরা মনে করি যে এই ফৌজদারি আপিলের উদ্দেশ্য নিষ্পত্তি করা হয়েছে বলে আপিলটি নিষ্পত্তি করা উচিত। সেই অনুযায়ী আপিল নিষ্পত্তি করা হলো। এই আদালত কর্তৃক প্রদত্ত স্থগিতের আদেশ বাতিল করা হলো।

বাংলাদেশ সময়: ১৪:০৯:১৩   ১২৬ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা
স্বামী হত্যার মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
বাগেরহাট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পদত্যাগ
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন
ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামুইরহাটে শিক্ষককে নির্যাতনের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
আমরা বাংলাদেশের মানুষের মুখে হাসিঁ ফোটাতে চাই - মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ
মাদারীপুরে থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ সদ্যসরা
লালমোহনে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

Law News24.com News Archive

আর্কাইভ