স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে ট্রাকচাপায় মনিরুল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭) নামে আপন দুই ভাই নিহত হয়েছেন, এদিকে নিহতের পরিবারে তাদের বিয়ের আয়োজন চলছিলো।
বুধবার (৩১ জানুয়ারী) রাত ১২ টার পরে ঘটনাটি ঘটে গোয়ালন্দের মকবুলের দোকান এলাকায় একটি মাটিবাহি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাই নিহত হয়।
নিহতরা হল সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা এলাকার মোকসেদ সরদার এর দুই ছেলে।
জানাগেছে, বাড়িতে নিহত ওসাইফুল ইসলাম সুমনের বিয়ের আয়োজন চলছিলো, একসাথে দুই ভায়ের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথাও জানা যায়।
এইনিয়ে বাড়ীতে আত্মীয়-স্বজন সবাই আনন্দমূখর পরিবেশে সময় কাটাচ্ছিলেন। ছোট ভায়ের বিয়েতে অংশ গ্রহণ করার জন্য বড় ভাই ঢাকা থেকে গোয়ালন্দ ঘাট আসলে, তাকে নিয়ে মোটরসাইকেলে গোয়ালন্দের মকবুলের দোকান এলাকায় আসলে মাটিবাহি ট্রাক চাপায় তারা দুজনই নিহত হন। নিহতের পরিবারে এক মর্মান্তিক শোক বইছে।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানায় (ওসি) মোঃ আব্দুল হালিম বলেন দুই ভায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৫২:৪৩ ১১০ বার পঠিত