স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে হত্যা মামলার আসামী মোঃ আরিফ মন্ডল (২৫) কে, একশত পিচ ইয়াবা, নগদ ২০০০ টাকা, পুরাতন একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়েছে।
সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লাপাড়ার মোঃ হাবি মন্ডলের ছেলে।
উল্লেখ্য সিডিএমএস যাচাই করে ধৃত আসামী মোঃ আরিফ মন্ডল এর বিরুদ্ধে পূর্বে হত্যা ও মাদক মামলা সহ ২টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার
এসআই দেওয়ান শামীম এর নেতৃত্বে একটি টিম গতকাল সোমবার (২৯ জানুয়ারী) পোনে ছয়টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারের বাস টার্মিনাল সংলগ্ন মাছের আড়ৎ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে দোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০২:৪৭ ১১৪ বার পঠিত