বিশেষ প্রতিনিধি,
খেলায় শক্তি! খেলায় বল!!
মাদক ছেড়ে ! খেলতে চল!!
এই শ্লোগানকে সামনে রেখে ভোলা সদর উপজেলার পৌর ৯নং ওয়ার্ডে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে সু-বাতাস স্পোটিং ক্লাব প্রতিষ্ঠা করেন বিশিষ্ঠ সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান।
শুক্রবার ২৭ জানুয়ারি রাত ৯টায় আনুষ্ঠানিক ভাবে ক্লাব উদ্বোধন ও কার্যনিবাহী কমিটির সভাপতি মোঃ তামিম ও ‘ল নিউজ টুয়েন্টিফোর’ এর সাব-এডিটর আল-আমিন রাকিবকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ৯নং ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলর ও সু-বাতাস স্পোটিং ক্লাবের প্রধান উপদেষ্ঠা জনাব মোঃ মাইনুল ইসলাম শামিম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত করেন বিশিষ্ট সমাজসেবক ও সু বাতাস স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন, মোঃ আবু তাহের মিস্ত্রী, মোঃ নাইমুল হাসাস প্রিন্স, মোঃ রফিক মিস্ত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি সাধারন সম্পাদক ব্যথীত কমিটির বাকিরা হলেন,
মোঃ আসরাফ অলি (সহ-সভাপতি)
মোঃ শুভ (সহ-সভাপতি)
মোঃ শেখ ফরিদ (সহ- সাধারন সম্পাদক)
মোঃ মাহাদী (সাংগঠনিক সম্পাদক)
মোঃ হাসান (এইস আর) (সহ-সাংগঠনিক সম্পাদক)
মোঃ আল-হাসান (আহাদ) (অর্থ সম্পাদক)
মোঃ তামিম হাসান (সহকারী অর্থ সম্পাদক)
মোঃ সৌরভ (সমাজ কল্যান সম্পাদক)
মোঃ মামুন (সহকারী সমাজ কল্যান সম্পাদক)
মোঃ হাসান (সহকারী সমাজ কল্যান সম্পাদক )
মোঃ তানজু (ক্রীড়া সম্পাদক)
মোঃ শান্ত (সহ-ক্রীড়া সম্পাদক)
মোঃ শাকিল (দপ্তর সম্পাদক)
মোঃ সোহেল (সহকারী দপ্তর সম্পাদক)
মোঃ জুয়েল (প্রচার সম্পাদক)
মোঃ তামিম (রতনপুর) (সহকারী প্রচার সম্পাদক)
মোঃ রবিউল হাসান (সহকারী প্রচার সম্পাদক)
মোঃ জিহান (রতনপুর) (সহকারী প্রচার সম্পাদক)
মোঃ হাবিব (সদস্য)
মোঃ মমিন (সদস্য )
মোঃ তামিম (জুনিয়র) (সদস্য)
মোঃ আল-আমিন (রাফি) (সদস্য)
মোঃ সজিব (সদস্য )
মোঃ শাকিল (সদস্য)
মোঃ ইমন (রতনপুর) (সদস্য)
মোঃ রায়হান (রতনপুর) (সদস্য)
মোঃ নাহিদ (সদস্য )
মোঃ ই্য়ামিন (রতনপুর) (সদস্য)
মোঃ আবদুল্লাহ্ (সদস্য )
মোঃ নাইম (সদস্য)
মোঃ একরাম (সদস্য)
মোঃ রাজিম (সদস্য)
মোঃ ইমন (সদস্য)
বাংলাদেশ সময়: ০:০৫:৪০ ৩৬৫ বার পঠিত