ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি-সম্পাদকসহ ৫ পদে আওয়ামীলীগ প্যানেল জয়ী

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি-সম্পাদকসহ ৫ পদে আওয়ামীলীগ প্যানেল জয়ী
রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪



 ---

 

ভোলায় দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছেন। অপর দিকে দুইটি সহসভাপতি, দুইটি সহ-সম্পাদক ও দুইটি পাঠাগার সম্পাদকসহ আট পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্যানেল। শনিবার (২৭ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে সন্ধ্যার দিকে ঘোষিত ফলাফলে এদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ সমর্থিত প্যনেলের বিজয়ীরা হলেন, সভাপতি এ্যাডভোকেট মো. বশীর উল্লাহ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মাহাবুবুল হক লিটু, অর্থ সম্পাদক এ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী (চৌধুরী), নির্বাহী সদস্য এ্যাডভোকেট মো. বাবুল হাসান ও মো. রুবেল (২)।

বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন, সহসভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফ (১) ও এ্যাডভোকেট মো. ইলিয়াছ সুমন, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আরিফুর রহমান (১) ও এ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এ্যাডভোকেট এসএম মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক এ্যাডভোকেট মো. জাবেদ ইকবাল ও এ্যাডভোকেট মো. শামীম আহমদে, নির্বাহী সদস্য এ্যাডভোকেট মো. মাহাববুর রহমান (২)।

প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন এ্যাডভোকেট আলহাজ¦ মো. নাছির। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ-১ মো. আব্দুল হালিম ও সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারি জজ মো. ফজলুর রহমান।

আইনজীবী সমিতি নির্বাচনে কে কত ভোট পেলেনঃ

সভাপতি পদে এডভোকেট মো: ফরিদুর রহমান পেয়েছেন ৯১ ভোট, এডভোকেট মো: বশীউল্লাহ পেয়েছেন ১০৬ ভোট, সহসভাপতি পদে এডভোকেট আবুল কাশেম পেয়েছেন ১০২ ভোট, এডভোকেট উমেশ মজুমদার পেয়েছেন ৭৭ ভোট, এডভোকেট মো: ইউছুফ পেয়েছেন ১১২ ভোট, এডভোকেট মো: ইলিয়াস সুমন পেয়েছেন ১০৩ ভোট, সাধারণ সম্পাদক পদে এডভোকেট ইফতারুল হাসান শরীফ ৮৬, এডভোকেট মাহাবুবুল হক লিটু পেয়েছেন ১১১ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট আরিফুর রহমান পেয়েছেন ১০৬ ভোট, এডভোকেট মোঃ ইকবাল হোসেন পেয়েছেন ১১৮ ভোট, এডভোকেট মোঃ এমাদদুল হাসান পেয়েছেন ৯৭ ভোট, এডভোকেট মেজবাহুল ইসলাম পেয়েছেন ৭৩ ভোট, অর্থ সম্পাদক পদে এডভোকেট জান্নাতুল ফেরদাউস জুবলী চৌধুরী পেয়েছেন ১০২ ভোট, এডভোকেট মো: তোয়াহা পেয়েছেন ৯৫ ভোট, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এডভোকেট মোঃ ইসতিয়াক হোসেন বাপ্পি পেয়েছেন ৮৭ ভোট, এডভোকেট এসএম মিজানুর রহমান পেয়েছেন ১১০ ভোট, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মো: আল-আমীন পেয়েছেন ১০০ ভোট, মোঃ জাবেদ ইকবাল পেয়েছেন ১০৭ ভোট, এডভোকেট মোশারেফ হোসেন সাগর পেয়েছেন ৮১ ভোট, এডভোকেট মো: শামিম আহমেদ পেয়েছেন ১০৭ ভোট, কার্য নির্বাহী সদস্য পদে এডভোকেট মো: জিয়াউর রহমান পেয়েছেন ১০১, এডভোকেট মো: বাবলু হাসান পেয়েছেন ১১০ ভোট, এডভোকেট মাহবুবুর রহমান পেয়েছেন ১১৭ ভোট, এডভোকেট মো: সফিউল্লাহ পেয়েছেন ৪৭ ভোট, এডভোকটে সুমন মজুমদার পেয়েছেন ১০২ ভোট, এডভোকেট মোঃ রুবেল পেয়েছেন ১১৩।

বাংলাদেশ সময়: ১১:১৯:০৯   ১৭৬ বার পঠিত  




আইনজীবী সমিতি নির্বাচন’র আরও খবর


গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি রফিক, সম্পাদক সিরাজুল
গাজীপুর বারের সাবেক সভাপতি-সম্পাদকসহ ৩ আইনজীবীকে বহিষ্কার
সুপ্রিম কোর্ট বারে মারামারি : ব্যারিস্টার কাজল রিমান্ডে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন :সভাপতিসহ ৪ পদে বিএনপি, সম্পাদকসহ ১০ পদে আ.লীগ জয়ী
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর গুলশানের বাসায় অভিযান
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মারামারি : যুথি-কাজলসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
ভোট দিলেন ৫৩১৯ আইনজীবী, ফলাফলের অপেক্ষা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে দুই শতাধিক পুলিশ মোতায়েন,
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
অ্যাডভোকেট শাহ মনজুরুল হক বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৪- ২৫ সম্পাদক পদ প্রার্থী

Law News24.com News Archive

আর্কাইভ