নোয়াখালীর মাইজদীতে মাদক বিরোধী অভিযানে মা-ছেলেসহ গ্রেফতার ৩

প্রথম পাতা » সারাদেশ » নোয়াখালীর মাইজদীতে মাদক বিরোধী অভিযানে মা-ছেলেসহ গ্রেফতার ৩
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



---

নোয়াখালীর মাইজদীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাবেকুন নাহার (৫১), সৈয়দ হোসেন (২১) ও মো. রকি (২১) নামের তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ ১৯০০ ইয়াবা ও সঙ্গে থাকা তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেফতার সাবেকুন নাহার ও সৈয়দ হোসেন মা ও ছেলে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ইয়াবাগুলো জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালুং পশ্চিম পাড়া গ্রামের রহিম উল্যার স্ত্রী সাবেকুন নাহার, তার ছেলে সৈয়দ হোসেন ও কুমিল্লা জেলার কোতয়ালি থানার আশোকতলা এলাকার রকি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর মাইজদী হাসপাতাল সড়কে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে সাবেকুন নাহার ও সৈয়দ হোসেনের পেট থেকে ৩৮টি পলি প্যাকেট থেকে মোট ১৯০০ ইয়াবা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পথে এ মাদক তিনজন কারবারিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৬:৫৪   ১৫২ বার পঠিত   #  #  #




সারাদেশ’র আরও খবর


যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
ইজতেমা মাঠে সংঘর্ষ রিমান্ডে সাদপন্থি মুয়াজ বিন নূর
বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী আলিফ হত্যা: তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন সব সদস্য
বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
লালমোহনে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
রাজবাড়ীতে কমরেড রেজাউল করিম রেজার ৩য় মৃত্যু বার্ষিকীতে স্বরণ সভা
আইনজীবী আলিফ হত্যায় আরেক আসামির জবানবন্দি
রাজবাড়ী জেলা বিএনপি’র কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা
অষ্টগ্রামে মহিষ চুরির ঘটনায় দুইজনকে পিটিয়ে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ