লালমোহন ( ভোলা) প্রতিনিধি :
ভোলার লালমোহনে মো: সিরাজ (৪৫) নামে ২২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে দশটার দিকে লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ড মুন্সিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সিরাজ ওই ওয়ার্ডের দক্ষিণ বালুচর রাঢ়ী বাড়ির মৃত হাচন আলীর ছেলে। জানা যায়, ২০০৫ সালে সিরাজের বিরুদ্ধে ভোলার চরফ্যাশন থানায় একটি ডাকাতির মামলা হয়, মামলা নং-১৩। ওই মামলায় ২০২২ সালের জুন মাসে সিরাজ কে ২২ বছরের সাজা দেন আদালত। এরপর থেকে সে পলাতক থাকলে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই শক্তিপদ মৃধাসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সিরাজ কে গ্রেফতার করতে সক্ষম হন। লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এনায়েত হোসেন বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজ কে গ্রেফতার করা হয়। আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৮:২১ ১০৭ বার পঠিত