লালমোহন (ভোলা) প্রতিনিধি :
লালমোহনে পুকুরে ডুবে মোর্শেদা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার নূর নবীর মেয়ে।
জানা যায়, মোর্শেদা মৃগী রোগে আক্রান্ত এবং বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। সকালে বাড়ির পুকুরে গোসল করতে যায় সে। দীর্ঘ সময় পরেও মোর্শেদা ঘরে না ফিরলে তার মা তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে মোর্শেদাকে ভাসতে দেখেন তিনি। এ সময় তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন।
লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:২৬:৩৩ ১১৭ বার পঠিত