স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে দেশীয় তৈরী একটি লোহার সচল ওয়ান শুটার গান ও দুইশত পঞ্চাশ পিচ ইয়াবাসহ
সাব্বির মন্ডল (২৫) নামে একাধিক মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সে সদর উপজেলার বড় চরবেনীনগর গ্রামের বিল্লাল মন্ডলের ছেলে।
শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে আটটার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোঃ মোতালেব হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে সদর উপজেলার বড় চরবেনীনগর গ্রামে।
ওইসময় অফিসার ফোর্সেস সদস্যরা আসামির নিজ বসতবাড়ির পাশ থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখে বেলা বারোটার দিকে অভিযান পরিচালনা করে সদর উপজেলার বড় চরবেনীনগরে। এই গ্রামের
মুকুল মন্ডল (৫০) এর পতিত জমির মধ্যে ঘাসের ছোপের পাশ্বে বালু খুড়ে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান, যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত আছে, যাহার ব্যারেল লম্বা ১২ ইঞ্চি এবং বাট ও ব্যারেল সহ আড়া-আড়ি ভাবে লম্বা ১৭.৫ ইঞ্চি, সহ গ্রেফতার করেন।
এই ঘটনার বিষয়ে সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য সিডিএমএস যাচাই করে ধৃত আসামী সাব্বির মন্ডল এর বিরুদ্ধে পূর্বে ৪ টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৮:৫৫:৩৮ ১২৮ বার পঠিত