স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি, রাজবাড়ীতে বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শনিবার (২০ জানুয়ারি) সকালে ।
ওইসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক সূবর্ণা রাণী সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।
শুরুতেই জেলা প্রশাসক কার্যালয়ে আগমনে মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানায় জেলা প্রশাসক আবু কায়সার খান।
এরপর জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী -২ আসনের ৫ বারের এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি, রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম।
ওইসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার,
জিএম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক সূবর্ণা রাণী সাহাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ ও সংশ্লিষ্ট অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ১৮:৪২:০৫ ১৩৫ বার পঠিত