স্বপন বিশ্বাস, রাজবাড়ী:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা, রাজবাড়ী -২ আসনের ৫ বারের এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম মন্ত্রীত্ব গ্রহন করার পর নিজ জেলাতে প্রথম আগমন করেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) আজই প্রথম নিজ জেলা রাজবাড়ীতে আগমন করেন, মন্ত্রীত্ব গ্রহণ করার পর , এই উপলক্ষে দৌলতদিয়া ঘাটে মন্ত্রীকে স্বাগত জানায় জেলা প্রশাসক আবু কায়সার খান। ওই সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জি.এম. আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার, জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাগণ।
এরপর মন্ত্রী সার্কিট হাউসে আগমন করলে জেলা প্রশাসক তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে। এরপর জেলা পুলিশের চৌকস হাউস গার্ড মন্ত্রীমহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
বাংলাদেশ সময়: ২১:১৭:১৬ ৯৫ বার পঠিত