লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়টি মাদক মামলার আসামি মো. নূরে আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক নূরে আলম পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের চরকোড়ালমারা এলাকার কাঞ্চন মাঝির ছেলে। তার বিরুদ্ধে এরআগেও লালমোহন এবং তজুমদ্দিন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. আউয়াল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইউসুফ ও এএসআই মো. কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্সকে নিয়ে অভিযান চালানো হয়। উপজেলার ডাওরী বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযানকালে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস থেকে নামেন যুবক নূরে আলম। তথ্যের ভিত্তিতে এ সময় তাকে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় যুবক নূরে আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া খোঁজ নিয়ে দেখা যায়- যুবক নূরে আলমের বিরুদ্ধে এর আগেও লালমোহন এবং তজুমদ্দিন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৩১:০২ ১১৪ বার পঠিত