স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি আসনেই নৌকার বিজয় হয়েছে। ৭-ই জানুয়ারী রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আবু কায়সার খান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
রাজবাড়ী -১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৯৭০৩৪ ভোট পেয়ে কাজী কেরামত আলী বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের মোঃ ইমদাদুল হক বিশ্বাস ৫৩১৩২ ভোট পেয়েছেন। জাতীয় পার্টি ‘র লাঙ্গল প্রতীকে ১৬১৮ ভোট পেয়েছেন এ্যাডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু , তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে ২০৯১ ভোট পেয়েছেন ডি এম মজিবর রহমান, স্বতন্ত্র প্রার্থী আঃ মান্নান মুসল্লী ঢেঁকি প্রতীকে ২৫৫২ ভোট পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ৪৮৭ ভোট পেয়েছেন স্বপন কুমার সরকার।
অন্যদিকে রাজবাড়ী -২ আসনে নৌকা প্রতীকে ২৩১৮৮৪ ভোট পেয়ে মোঃ জিল্লুল হাকিম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরে আলম সিদ্দিকী হক ঈগল প্রতীকে ৪৬৪৬৬ ভোট পেয়েছেন। জাতীয় পার্টি’র লাঙ্গল প্রতীকে ২৫৩৪ ভোট পেয়েছেন মোঃ শফিউল আজম খান, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে ৭৬৫ ভোট পেয়েছেন এস এম ফজলুল হক, জাতীয় সমাজতান্ত্রীক দল- জাসদ এর মশাল প্রতীকে ২৬০২ ভোট পেয়েছেন মোঃ আব্দুল মতিন মিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর ছড়ি প্রতীকে ৮৪৭ পেয়েছেন মোঃ আব্দুল মালেক মন্ডল।
বাংলাদেশ সময়: ১০:৩১:৩৪ ১৬১ বার পঠিত