ভোলার চারটি আসনে নৌকার জয়

প্রথম পাতা » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন » ভোলার চারটি আসনে নৌকার জয়
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



 ---

আল-আমিন (রাকিব), বিশেষ প্রতিনিধি:

ভোলার চারটি সংসদীয় আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা।

ভোলা-১ (সদর) আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আওয়ামী লীগের বর্ষীয়ন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পেয়েছেন এক লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহার মিয়া (লাঙ্গল) পেয়েছেন পাঁচ হাজার ৯৮০ ভোট।

ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলী আজম মুকুল। তিনি পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গজনবী (জেপি) পেয়েছেন তিন হাজার ১৯১ ভোট।
ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজর (অব.) মো. জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট।

ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি পেয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (লাঙ্গল) পেয়েছেন পাঁচ হাজার ৯২৮ ভোট।

জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক আরিফুজ্জামান  এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ভোলায় ভোট কাস্ট হয়েছে ৫০ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ সময়: ২২:২৯:৫২   ১৮১ বার পঠিত  




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’র আরও খবর


সংসদে আইনজীবীদের সংখ্যা কমছে : দ্বাদশ সংসদে ২৫ জন প্রতিনিধিত্ব করবেন
বরগুনা-১ আসনে ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ নৌকার প্রার্থীর
ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত
দ্বাদশ সংসদের নবনির্বাচিত সংসদসদস্যদের শপথ ১০ জানুয়ারী
দ্বাদশ সংসদ নির্বাচনে কে কোন আসনে জয়ী
নৌকার বিজয় রাজবাড়ীর দুই আসনেই
ভোলার চারটি আসনে নৌকার জয়
ব্যারিস্টার সুমনের কাছে ধরাশায়ী প্রতিমন্ত্রী মাহবুব আলী
জয়পুরহাট -১ আসনে নৌকার বিজয়
বান্দরবান-৩০০নং আসনে বেসরকারি হিসেবে নৌকার জয়।

Law News24.com News Archive

আর্কাইভ