স্বপন সওদাগর, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট-১ আসনে জননেত্রী শেখ হাসিনার আস্থা ভাজন এ্যাড ভোকেট শামছুল আলম দুদু তৃতীয় বারের মত নৌকার বিজয় ছিনিয়ে আনলেন।
জয়পুরহাট ১ আসনের পাঁচবিবি
থানা এবং জয়পুরহাট পৌরসভা, জয়পুরহাট সদর নিয়ে এ আসনটির সীমারেখা।
তিনি নৌকা মার্কার মোট ভোট পেয়েছেন ৯৬,০১১।
নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি মার্কা পেয়েছেন ৪২,৪৮৪ ভোট।
তিনি বঙ্গবন্ধু বন্ধুর আর্দশে কে হৃীদয়ে ধারন করে জীবনের শেষ সায়াহ্নে আসহায় মানুষের পাশে সেবা করে যাবেন, এমনটাই আমাদের জানান।
বাংলাদেশ সময়: ২২:০৬:৩৬ ২০১ বার পঠিত