স্বপন সওদাগর, জয়পুরহাট জেলা প্রতিনিধি :
জয়পুরহাট - ২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ১২০,০৪০ ভোটের ব্যাবধানে অনুষ্ঠানিকভাবে বিজয়ী।
জয়পুরহাট - ২ আসনের আক্কেলপুর, কালাই ক্ষেতলাল এই তিন থানা মিলে মোট প্রাপ্ত নৌকা মার্কার ভোট ১৫২,৩৩৭, নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি মার্কা পেয়েছেন ৩২,২৫৭ ভোট।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন পরপর তিনবার জয়পুরহাট -২ আসন নৌকা মার্কা বিজয়ী হন।
অপর দিকে চতুর্থবারের মত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্তাভাজন অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
আবাল,বৃদ্ধ, বনিতার নিকট উন্নয়নের বরপুত্র এবং কর্মিবান্ধব খাদেম হিসেবে হৃদয়ে
জায়গা করে নিয়েছেন এমনটাই
আমাদেন জানান।
বাংলাদেশ সময়: ২১:৫০:১২ ১৯৬ বার পঠিত