টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেতে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৭ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর বরাতে এই নির্দেশনার কথা জানান আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান।
সায়েম বলেন, ফলাফল ঘোষণার পর কোনো প্রকার বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে অন্যপ্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।
সায়েম বলেন, ফলাফল ঘোষণার পর কোনো প্রকার বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে অন্যপ্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।
এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন আগামীকাল সোমবার (৮ জানুয়ারি)। ওই বিকেল সাড়ে ৩টায় গণভবনে সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সরকারপ্রধান।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। ইতোমধ্যে ফলাফল আসতে শুরু করেছে। এতে আওয়ামী লীগের প্রার্থীদের জয়জয়কার। ধারণা করা হচ্ছে, দুই তৃতীয়াংশের বেশি আসনে এবারও বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১:৩৬:০৮ ১৭২ বার পঠিত