ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

প্রথম পাতা » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন » ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



 ---

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খানকে (৬৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়। রাতে নগরীর রুপাতলীতে র‌্যাবের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম আরও জানান, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান নাশকতা মামলাসহ আরও ৪টি মামলার আসামি। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হেলালকে ঝালকাঠি জেলার নলছিটি থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

র‌্যাব জানায়, বিএনপি নেতা হেলাল ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনা করেন। সে অনুযায়ী তার সহযোগীদের নিরাপত্তা বজায় রেখে অতি সতর্কতার সাথে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনায় সহযোগীরা শনিবার রাতেই নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নস্থ প্রতাপ স্কুলের ভোটকেন্দ্রে আগুন লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার বিষয়টি জানতে পেরে ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়াও গ্রেফতার আসামির নেতৃত্বে ঝালকাঠি জেলার নলছিটি থানার বিভিন্ন স্থানে ইতিপূর্বে একাধিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘঠিত হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে নাশকতার আরও একাধিক মামলা রয়েছে বলে স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:০৩   ৯৯ বার পঠিত  




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’র আরও খবর


সংসদে আইনজীবীদের সংখ্যা কমছে : দ্বাদশ সংসদে ২৫ জন প্রতিনিধিত্ব করবেন
বরগুনা-১ আসনে ফলাফল প্রকাশে অনিয়মের অভিযোগ নৌকার প্রার্থীর
ঢাকা-৪ আসনের নির্বাচনের ফল হাইকোর্টে স্থগিত
দ্বাদশ সংসদের নবনির্বাচিত সংসদসদস্যদের শপথ ১০ জানুয়ারী
দ্বাদশ সংসদ নির্বাচনে কে কোন আসনে জয়ী
নৌকার বিজয় রাজবাড়ীর দুই আসনেই
ভোলার চারটি আসনে নৌকার জয়
ব্যারিস্টার সুমনের কাছে ধরাশায়ী প্রতিমন্ত্রী মাহবুব আলী
জয়পুরহাট -১ আসনে নৌকার বিজয়
বান্দরবান-৩০০নং আসনে বেসরকারি হিসেবে নৌকার জয়।

Law News24.com News Archive

আর্কাইভ