স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের অভিযোগের ভিত্তিতে ঢাকা-১৮ আসনের ১৩টি ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার (৭ জানুয়ারি) ভোট গণনা শুরু হলে স্বতন্ত্র প্রার্থী এস এম তোফাজ্জল হোসেনের এজেন্টরা অভিযোগ করেন।
ঢাকা-১৮ আসনে রাজউক উত্তরা মডেল কলেজের মহিলা কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টরা অভিযোগ করেন, ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আরেক স্বতন্ত্র প্রার্থী খশরু চৌধুরীর পাঁচ-ছয়জন এজেন্ট অনবরত ব্যালট পেপারে ভোট দিয়েছেন।
তাদের অভিযোগ, এ সময় পোলিং অফিসাররা ও কেটলি মার্কায় খশরু চৌধুরীর পক্ষে ভোট দেন। ভোট কারচুপির অভিযোগ মৌখিকভাবে প্রিসাইডিং অফিসারকে জানিয়েছেন। পরে স্বতন্ত্র প্রার্থীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বাতিল করা হয়েছে ১৩ ভোট। এই কেন্দ্রে মোট ৩৫৩ ভোট পড়েছে।
কারচুপির মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৩টি ভোট বাতিল করা হয় বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এখানে ভোটার সংখ্যা ২ হাজার ২২৯ জন।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:১৭ ১৩৩ বার পঠিত