স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
বাবার দাফন শেষে ফেরার পথে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেল রাজবাড়ীর এলিনা ইয়াসমিন।
তিনি রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের রাজারবাড়ী লক্ষিকোল গ্রামের মৃত সাইদুর রহমান উরফে তুতলা বাবুর মেয়ে ও রাজবাড়ী বার এসোসিয়েশনের আইনজীবী,
সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারি’র আপন ভাগ্নি।
জানাগেছে, বাবার দাফন শেষে শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে পরিবারের সঙ্গে ট্রেনে ঢাকায় ফিরছিলেন এলিনা। ঢাকাতে ঢুকতেই দৃবৃত্তদের দেওয়া ভয়াবহ আগুনে পুড়ে মারা যায় তিনি কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় তার পাঁচ মাসের শিশু সৈয়দ আরফান।
আরো জানাযায়, এলিনার স্বামী সৈয়দ সাজ্জাদ হোসেন ঢাকার বাসায়ই ছিলেন। এনিয়ে গ্রামের বাড়িতে শোকের ছায়া বইছে।
বাংলাদেশ সময়: ২১:৫০:৪৪ ১১১ বার পঠিত